মুসলিমবিহীন প্রথম মন্ত্রিসভা ভারতের, ধর্মীয় সংখ্যালঘু ৫ জন

টানা তৃতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করে ৭১ সদস্যের মন্ত্রিসভা গঠন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্ত্রিসভায়য় ঠাঁই পেয়েছেন ১০ জন দলিত ও ২৭ জন অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) নাগরিক, ‘উচ্চ’ বর্ণের ২১ জন, অদিবাসী গোষ্ঠীর পাঁচজন এবং ধর্মীয় সংখ্যালঘু প্রতিনিধি আছেন পাঁচজন। তবে মন্ত্রীসভায় নেই কোনো মুসলিম সদস্য।

স্বাধীনতার পর  মুসলিম প্রতিনিধি ছাড়াই কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠিত হয়েছে।

৯ জুন গঠিত হওয়া মন্ত্রীসভায় সকল রাজ্য, শ্রেণী এবং বর্ণের প্রতিনিধিত্ব দেখা গেলেও ২০ কোটি মুসলিম জনসংখ্যার কোনো প্রতিনিধি নেই।

এর আগে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) পূর্ববর্তী মেয়াদে মুখতার আব্বাস নকভি ছিলেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী।

মোদি সরকারের তৃতীয় মেয়াদে হরদীপ সিং পুরি শিখ, রবনীত সিং বিট্টু শিখ, জর্জ কুরিয়ান খ্রিস্টান, কিরেন রিজিজু বৌদ্ধ এবং রামদাস আঠাওয়ালে বৌদ্ধ এই পাঁচজন  ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মন্ত্রী হিসেবে কাজ করবেন।

Latest articles

Related articles