কুয়েতের দক্ষিণাঞ্চলীয় আহমাদি গভর্নোরেটের মাগনাফ এলাকায় ছয়তলা ভবনে আগুনে লেগে ৪৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ৪০ জন ভারতীয় নাগরিক বলে জানিয়েছে কুয়েত সরকার।
নিহতদের বেশির ভাগের বাড়ি কেরালা, তামিলনাড়ু ও উত্তর ভারতের বিভিন্ন প্রদেশে। তাঁদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।
একটি রান্না ঘর থেকে আগুন লেগে পুরো বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। এ সময় বাসিন্দারা ঘুমন্ত ছিলেন। বেশির ভাগ বাসিন্দারই ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে আরো ৪০ জন।
কুয়েতের কর্মকর্তারা জানিয়েছেন, ওই ভবনে ১৬০ জনের মতো মানুষ থাকতেন। তাঁরা নির্মাণসংশ্লিষ্ট নানা কাজ করতেন।
এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, ‘কুয়েতের শহরে আগুনে প্রাণহানির ঘটনা দুঃখজনক। এ ঘটনায় যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের সবার প্রতি সমবেদনা জানাচ্ছি।’