গরু জবাই নিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ায় ওড়িশার বালাসোরে ১৪৪ ধারা জারি ও ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে স্থানীয় কতৃপক্ষ।
জানা যায়, গরু জবাই নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে কয়েকটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। চারশ’র বেশি লোকের সমাবেশ নিষিদ্ধ করে। এ সময় সহিংসতা ঠেকাতে ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকায় ওই এলাকার স্কুল-কলেজ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।