কেন্দ্র সরকারের অবহেলার শিকার হচ্ছে রেল বিভাগ অভিযোগ করেছেন মমতা বন্দোপাধ্যায়।
তিনি বলেন ‘আমি অনেক নতুন উদ্যোগ নিয়েছি, কিন্তু তারা শুধু বন্দে ভারত ট্রেনের প্রচারণা চালাচ্ছে। কোথায় গেল দুরন্ত এক্সপ্রেস? রাজধানী এক্সপ্রেসের পর দুরন্তই ছিল দ্রুততম ট্রেন। আজ সমগ্র রেল বিভাগ অবহেলার শিকার হচ্ছে। আমি মনে করি রেল মন্ত্রণালয়ের উপযুক্ত যত্ন নেওয়া উচিৎ।
তিনি বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকার চিকিৎসাকর্মী, দুর্যোগ ব্যবস্থাপনাকর্মী ও অ্যাম্বুলেন্স পাঠানোসহ সাধ্যের মধ্যে সবধরনের ব্যবস্থা নিয়েছে।’
সোমবার সকালে একটি মালবাহী ট্রেন পেছন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা দেয়। দার্জিলিং জেলার শিলিগুড়ি সাবডিভিশনের রাঙ্গাপানি রেল স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।
এই দুর্ঘটনায় যাত্রিবাহী ট্রেনের অন্তত তিনটি বগি লাইনচ্যুত হয়।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিহতদের পরিবারের সদস্যদের জন্য ১০ লাখ ও গুরুতর আহতদের পরিবারের সদস্যদের জন্য আড়াই লাখ রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন। এ ছাড়া, যারা সামান্য আঘাত পেয়েছেন, তারাও ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ পাবেন।