Sunday, February 23, 2025
25 C
Kolkata

মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বক্স বাজিয়ে মোহন ভগবতের সভা : অনুমতি কলকাতা হাইকোর্টের।

কলকাতা হাইকোর্ট পূর্ব বর্ধমানের সাই কমপ্লেক্সে আরএসএস প্রধান মোহন ভাগবতের সভার জন্য শর্তসাপেক্ষে অনুমতি প্রদান করেছে। বিচারপতি অমৃতা সিনহা রবিবার, ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই সভার অনুমতি দেন, তবে নির্দেশ দেন যে কোনও পরীক্ষার্থীর যাতে অসুবিধা না হয়, তা নিশ্চিত করার দায়িত্ব মামলাকারীর।

মামলাকারীর আইনজীবী আদালতে জানান, সাই কমপ্লেক্সের মাঠ ৫০ বিঘা জায়গা জুড়ে বিস্তৃত এবং ১-২ কিলোমিটারের মধ্যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান নেই। তাই অনুমতি প্রয়োজন নয় বলে তিনি দাবি করেন। এছাড়া, সভায় লাউড স্পিকার ব্যবহারের বিষয়ে এসডিও-কে চিঠি দিয়ে জানানো হয়েছিল, কিন্তু পরবর্তীতে জানানো হয় যে সাউন্ড বক্স ব্যবহার করলে সভার অনুমতি বাতিল হবে। তবে কোনও লিখিত নোটিশ প্রদান করা হয়নি। মামলাকারীর পক্ষ থেকে পরে জানানো হয়, লাউড স্পিকার ব্যবহার করা হবে না।

বিচারপতি সিনহা জানতে চান, সভায় কতজন উপস্থিত থাকবেন এবং সভাস্থল চিহ্নিত করা হয়েছে কিনা। অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতের পূর্বের একটি নির্দেশের উল্লেখ করেন, যেখানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় মাইক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। তিনি জানান, ওই চত্বরের দুই কিলোমিটারের মধ্যে দুটি স্কুল রয়েছে।

বিচারপতি প্রশ্ন করেন, যদি মাইক ব্যবহার না করা হয় এবং স্কুলগুলি ৫০০ মিটারের বাইরে থাকে, তবে কোথায় অসুবিধা? তিনি আরও জানান, সভাটি মাত্র পনেরো মিনিটের হবে। অ্যাডভোকেট জেনারেল জানান, সভায় ৪৫টি মাইক ব্যবহার করা হবে এবং শব্দ নিয়ন্ত্রণের বিষয়টি কে দেখবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

বিচারপতি সিনহা তখন বলেন, এবং জানতে চান সভার আকার আয়তন সম্পর্কে এবং মাইকের ডেসিবেল মাত্রা নিয়ন্ত্রণের দায়িত্ব কার। তিনি পরামর্শ দেন, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এই বিষয়টি নিয়ন্ত্রণ করতে পারে যাতে শব্দ সীমা অতিক্রম না করে।

Hot this week

আরবিআই-এর নির্দেশিকা লঙ্ঘন: সিটি ব্যাঙ্কসহ তিন সংস্থার বিরুদ্ধে জরিমানা

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) সম্প্রতি সিটি ব্যাঙ্ক, আশীর্বাদ ক্ষুদ্র...

মরুভূমির শুষ্ক পরিবেশকে আরো বেশি উত্তপ্ত করছে, ভারত পাকিস্তান সংঘর্ষ

কারগিল সীমানা হোক বা ২২ গজের ক্ষেত্র, ভারত বনাম...

তপশিলী হওয়ার অপরাধে কর্মীকে বদলি করা হলো গুজরাটে কেরালার এমন ঘটনায় নিন্দার ঝড় সকল স্তরে  

কেরালার  একজন ব্যক্তি, কর্মস্থলে জাতিভিত্তিক বৈষম্যের অভিযোগ করেছিলেন। এই...

Topics

আরবিআই-এর নির্দেশিকা লঙ্ঘন: সিটি ব্যাঙ্কসহ তিন সংস্থার বিরুদ্ধে জরিমানা

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) সম্প্রতি সিটি ব্যাঙ্ক, আশীর্বাদ ক্ষুদ্র...

তপশিলী হওয়ার অপরাধে কর্মীকে বদলি করা হলো গুজরাটে কেরালার এমন ঘটনায় নিন্দার ঝড় সকল স্তরে  

কেরালার  একজন ব্যক্তি, কর্মস্থলে জাতিভিত্তিক বৈষম্যের অভিযোগ করেছিলেন। এই...

ভাষায় নেই সীমানাআর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের আন্তরিক শুভেচ্ছা।

২১-শে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার জন্য শহীদ...

Related Articles

Popular Categories