
একমাত্র ভারতে, বৈচিত্রের মধ্যেও ঐক্যতা লক্ষ্য করা যায়। আর এই ঐক্যতার অন্যতম প্রধান কারণ হলো, সাম্প্রদায়িক সম্প্রীতি। ভারতবর্ষের সম্প্রীতিকে আরও সুদৃঢ় করতে, দিল্লিতে অনুষ্ঠিত এক সম্মেলনে, মুসলিম সম্প্রদায় ও শিখ সম্প্রদায়ের মানুষদের একসঙ্গে মতবিনিময় করতে দেখা গেল।
ঐদিন বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার উদ্দেশ্যে বার্তা দেন। তারা মনে করছেন ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মুসলমান এবং শিখ সম্প্রদায়ের ঐক্য একান্ত প্রয়োজন। এই মেলবন্ধনের মাধ্যমে দুটো সম্প্রদায় একে অপরের অধিকার রক্ষা করবে। এই সেমিনারে বিশিষ্ট সমাজকর্মী থেকে শুরু করে সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সেমিনারে উপস্থিত সকলেই মনে করছেন, অতীতের ইতিহাস থেকে তারা শিক্ষা নিয়ে এগোবে। ১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গায় প্রাণ হারিয়েছেন বহু সাধারণ মানুষ। এমন নৃশংস মানব হত্যাকাণ্ডের ঘটনা যেন আর না হয় সেই ব্যাপারে সচেতন থাকবেন দুই ধর্মের মানুষেরা।