
পার্কস্ট্রিটে ফের আগুন! কুইন্স ম্যানসনের বহুতলে আতঙ্ক, কালো ধোঁয়ায় ঢাকল মিষ্টির দোকান
কলকাতা শহরের ব্যস্ততম অঞ্চল পার্কস্ট্রিট যেন ফের আতঙ্কে কেঁপে উঠল। শুক্রবার সকালে কুইন্স ম্যানসনের একটি বহুতলে হঠাৎ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ধোঁয়ার কুণ্ডলী ছেয়ে যায় বহুতলটির নিচতলা। দোকানপাট খোলা থাকাকালীন এ ধরনের আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।
শুক্রবার সকালবেলা পার্কস্ট্রিটের কুইন্স ম্যানসনের একতলায় আচমকা ধোঁয়া বেরোতে দেখা যায়। ঘটনাস্থলে উপস্থিত পথচারীরা সঙ্গে সঙ্গে বিষয়টি দমকল বিভাগকে জানান। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একাধিক ইঞ্জিন। জানা গিয়েছে, আগুন লাগার উৎস সম্ভবত বহুতলের একটি জনপ্রিয় মিষ্টির দোকান। স্থানীয় সূত্রে অনুমান, গুপ্তা ব্রাদার্সের দোকান থেকেই আগুনের সূত্রপাত।

তবে ঠিক কী কারণে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত বড় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ হতে পারে বেশ উল্লেখযোগ্য। বহুতলটিতে একাধিক নামী ব্র্যান্ডের দোকান থাকায় ব্যবসায়িক ক্ষতির আশঙ্কাও দেখা দিয়েছে।
সকালবেলায় পার্কস্ট্রিটের মতো ব্যস্ত এলাকায় আগুন লাগায় যানজটের সমস্যাও দেখা দেয়। নিরাপত্তার কারণে আশপাশের দোকানগুলি আপাতত বন্ধ রাখা হয়েছে।
প্রতিনিয়ত শহরের বিভিন্ন প্রান্তে আগুন লাগার মতো ঘটনা যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। প্রশ্ন উঠছে, এই ধরনের বাণিজ্যিক স্থানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা কতটা সক্রিয় বা কার্যকর? কুইন্স ম্যানসনের এই ঘটনার পর আবারও একবার শহরের অগ্নিনির্বাপণ পরিকাঠামো নিয়ে ভাবতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ ও প্রশাসন। সময় থাকতে পদক্ষেপ না নিলে আরও বড় বিপদ সামনে আসতে পারে—এটাই এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয়।