জামিল হোসেন, এনবিটিভি, আসাম, ২১ জুলাই ২০২০: করিমগঞ্জ জেলার কালিগঞ্জ এলাকার সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক এনাম আহমেদ চৌধুরী স্বল্প রোগভোগের পর গত রবিবার ভোর ৫ টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। এদিকে বিকেল ৩-৩০ মিনিটের সময় উনার নামাজে জানাজা তাঁর নিজ বাড়িতেই সম্পন্ন হয়। নামাজ পরিচালনা করেন প্রয়াতের কনিষ্ঠ পুত্র আহমদ জাকির হুসেন চৌধুরী। প্রয়াত এনাম আহমেদ চৌধুরী কর্মসূত্রে ছিলেন প্রাইমারি স্কুলের শিক্ষক, প্রথমে সাগরপার এল.পি স্কুল ও পরে ক্ষুদ্রাকান্দি এল.পি স্কুলে শিক্ষকতা করেছেন। অত্যন্ত ধার্মিক ও আমায়িক স্বভাবের লোক ছিলেন তিনি। শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন তিনি। দীর্ঘদিন কালিগঞ্জ বাজার বড় মসজিদের কোষাধ্যক্ষের দায়িত্ব ভার সামলেছেন তিনি। দরিদ্র অসহায় মানুষের কাছে ছিলেন ভরসার স্থল। মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী, দুই কন্যা, পাঁচ পূত্র, আত্মীয়স্বজন সহ অসংখ্য গুনমুগ্ধ।