মুখে নেই মাস্ক! কান ধরে উঠবস করালেন এক পুলিশ অফিসার

এনবিটিভি নিউজ ডেস্ক, ২৩ জুলাই: লকডাউন অমান্য করে মাক্স না পড়েই রাস্তায় বেরোনোর অপরাধে কান ধরে উঠবস করালেন এক পুলিশ অফিসার।

লকডাউন সফল করতেই আজ সকাল থেকেই কাশিপুর থানার পুলিশ সকাল থেকেই কড়া প্রহরায় ছিলেন। মাক্স না বললেই চলছে লাঠিচার্জ আবার কখনও কান ধরে উঠবস।এমনই চিত্র দেখা গিয়েছে ভাঙ্গড়ের কাশিপুর থানার সামনে।

রাজ্য সরকারের নির্দেশে সপ্তাহের দুদিনের লকডাউনে সফল করতে কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ।

কাশিপুর ট্রাফিক গার্ড এর অফিসার ইনচার্জ এসআই ইন্দ্রজিৎ দাস বলেন,”লকডাউন সফল হয়েছে”।

Latest articles

Related articles