১২ দফা দাবি নিয়ে পার্টি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেন সিপিআইএম এর

এনবিটিভি, জোতির্ময় মণ্ডল, ২৪ জুলাই,পূর্ব বর্ধমান: সিপিআইএম এর এরিয়ার কমিটি পক্ষ থেকে লকডাউন চলা অবস্থায় আজ বৈকাল ৪-৩০মিনিট থেকে ১২ দফা দাবি নিয়ে রাইগ্রাম বাজারে সিপি আই এম পার্টি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেন সিপিআইএম।

মন্তেস্বর সিপিআইএম এরিয়ার কমিটির সম্পাদক ওসমান গনির নেতৃত্বে লক ডাউন চলা অবস্থায় আজ মন্তেস্বর ব্লকে রাইগ্রাম বাজারে সিপিআইএম পার্টি অফিসের সামনে লক ডাউন উপেক্ষা করে বৈকাল৪-৩০মিনিট থেকে ১২ দফা দাবি নিয়ে অবস্থান বিক্ষোভ করেন ,সিপিআইএম এর কর্মী ও নেতৃত্ব বৃন্দ।

নেতৃত্বে ছিলেন মন্তেস্বর এরিয়ার কমিটির সম্পাদক ওসমান গনি,শেখ হাসিবুল ইসলাম সহ আরও অনেকে।
দাবি সমূহ হইল—-
১, পরিযায়ী শ্রমিকদের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের দেওয়া ঘোষণার সমস্ত রকম সুযোগ সুবিধা , সমস্ত পরিযায়ী শ্রমিকদের অবিলম্বে প্রদান করিতে প্রদান করতে হবে।
২,কৃষকদের সমস্ত রকম কৃষি ঋণ মুকুব করতে হবে।
৩,কৃষকের উৎপাদিত ফসলের দাম খরচের দেড়গুন
দাম দিয়ে সরকার কে কিনতে হবে।
৪,আয়কর দাতা বাদে বাকী সকলদের মাথা পিছু ১০কেজি করে চাল,বা গম দিতে হবে।
৫,আমফান ঝরে গুর্নি ঝড়ে ক্ষতি গ্রস্তদের ক্ষতি পূরণ দিতে হবে ,ও তার তালিকা প্রকাশ করতে হবে।
৬, লক ডাউন এর ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে প্রতি মাসে
৭৫০০টাকা করে ছয় মাস দিতে হবে।
এই সব দাবি সহ ১২দফা নিয়ে বিক্ষোভ অবস্থান করেন সিপিআইএম লকডাউন উপেক্ষা করে।
সিপিআইএম র লকডাউনকে উপেক্ষা করে অবস্থান বিক্ষোভ করাকে, তৃনমূল ব্লক সভাপতি আজিজুল শেখ কটাক্ষ করেছেন সিপিআইএম পার্টিকে।

Latest articles

Related articles