এনবিটিভি, জামিল হোসেন, ২৫ জুলাই, আসাম: শুক্রবার করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন আসামের করিমগঞ্জ জেলার দ্বিতীয় করোনা পজিটিভ রোগী বদরপুর খাদিমানের বিশিষ্ট দন্ত চিকিৎসক আব্দুল হালিম। তিনি শাসকষ্ট রোগে ভুগছিলেন। সম্প্রতি তার দেহে করোনা ভাইরাস ধরা পড়ে। গত কয়েকদিন ধরে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভেন্টিলেশনে ছিলেন। শুক্রবার সকালে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। স্ত্রী, তিন পুত্র, তিন কন্যা সহ অসংখ্য গুনমুগ্ধদের রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবর শুক্রবার বিকেলে বদরপুর এলাকায় ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসে গুটা এলাকায়।
করিমগঞ্জে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে শুক্রবার রাত ৯:৩০ মিনিট নাগাদ বিশিষ্ট দন্ত চিকিৎসক আব্দুল হালিম এর মৃতদেহ বদরপুরে নিয়ে আসা হয়। কোভিড প্রটোকল মেনে সীমিত পরিসরে নিকটাত্মীয়ের উপস্থিতিতে জানাজার নামাজ সম্পন্ন হয়। জানাজা শেষে বদরপুর খাদিমান কবরস্থানে মৃতদেহ দাফন করা হয়ে।