এনবিটিভি ডেস্ক: করোনা পরিস্থিতি ও বর্ষা। দুইয়ের প্রভাবে জুন মাসে দেশে তলানিতে ঠেকল অপরিশোধিত তেল আমদানি। এতটা কম ২০১১ সালের অক্টোবরের পর কখনও হয়নি।
ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি তেল ব্যবহারকারী। সেই ভারতেই গত জুন মাসে দিন প্রতি ৩.২ মিলিয়ন ব্যারেল করে অপরিশোধিত তেল আমদানি হয়েছে। যা কিনা গত বছরের জুনের তুলনায় প্রায় ২৮.৫ শতাংশ কম। লকডাউন ওঠায় তেলের চাহিদা বাড়বে মনে করা হলেও তা মে মাসের থেকে উল্টে কমেছে।
মে মাসের তুলনায় ০.৪ শতাংশ কমেছে জ্বালানি তেলের আমদানি।
সাধারণত বর্ষার কারণে জুন মাসে পেট্রোল ডিজেলের চাহিদা বছরের অন্যান্য সময়ের তুলনায় কম থাকে। এর কারণ হল, বর্ষায় যে কোনও কনস্ট্রাকশনের কাজ কম হয়। ফলে মালবহন বা ক্রেন-ইক্যুইপমেন্টে জ্বালানির চাহিদাটা এক ধাক্কায় কমে যায়। তাছাড়া রাস্তাঘাটে গাড়ি কম ব্যবহৃত হয়। কিন্তু তা এতটা কম হওয়ার মতোও নয়।
অন্যদিকে জুলাইয়ের প্রথম সপ্তাহে আরও কিছুটা হ্রাস পেয়েছে তেলের চাহিদা। দামের অস্বাভাবিক বৃদ্ধি ও দেশের বিভিন্ন স্থানে লকডাউনের ফলে কমছে তেলের ব্যবহার।