এনবিটিভি, জামিল হোসেন, ২৬ জুলাই, আসাম: জাটিঙ্গা নদীর জলে ডুবে মৃত্যু হলো কাছাড় জেলার চন্দ্রনাথপুর জিপির ১০নং গ্ৰুপ সদস্য মোহন বাউরির। অবশেষে এসডিআরএফ বাহিনীর প্রচেষ্টায় নদী থেকে মৃতদেহ উদ্ধার করা হলো। উল্লেখ্য,গত বুধবার বিকেলে জাটিঙ্গা নদী পার হতে গিয়ে জলে ডুবে যান মোহন বাউরি। খবর পেয়ে বৃহস্পতিবার ছুটে আসে এনডিআরএফ ও এসডিআরএফ বাহিনী।পুরো দিন নদীতে তল্লাশি চালিয়ে মৃতদেহের সন্ধান মেলেনি।পরে শুক্রবার আবার তল্লাশি চালিয়ে বেলা দুটা নাগাদ উদ্ধার করতে সক্ষম হয় মৃতদেহ ।খবর পেয়ে ছুটে আসেন বড়খলার বিধায়ক কিশোর নাথ ও ডঃ রুমি নাথ। মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সমজে দেওয়া হয় পুলিশের হাতে। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন বিধায়ক কিশোর নাথ ও ডঃ রুমি নাথ।