জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক কে সংবর্ধনা দিলো কালিয়াচক দুই ব্লক কমিটি

এনবিটিভি ডেক্স,মালদা: মালদা-‌কালিয়াচক ১ ও ২ ব্লক ছাত্র ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার সংবর্ধনা দেওয়া হয় প্রসেনজিৎ দাস ও বিশ্বজিৎ মন্ডলকে। প্রসেনজিৎ সদ্য জেলা যুব সভাপতির পদ পেয়েছেন এবং রাজ্য সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন বিশ্বজিৎ। এদিন ছাত্র ও যুবরা তাঁদের বাড়ি বাড়ি গিয়ে সংবর্ধনা দিয়ে আসেন।

সংবর্ধনা পাওয়ার পর বিশ্বজিৎ মন্ডল বলেন,‘কালিয়াচক ১ ও ২ ব্লকের ছাত্র ও যুব কর্মীদের কাছে সংবর্ধনা পেয়ে আমি আপ্লুত। সামনে আমাদের বড় লড়াই। আমাদের একসঙ্গে লড়তে হবে। আমরা সবাইকে নিয়ে ময়দানে লড়তে চাই।’‌ নতুন কমিটিতে খুশি ছাত্র ও যুব কর্মীরা। তারা আসন্ন বিধানসভা নির্বাচনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে চান বলেও তিনি জানান।

Latest articles

Related articles