ইদ উপলক্ষে বাংলাদেশকে ১০টি রেল ইঞ্জিন উপহার ভারতের

এনবিটিভি ডেস্ক: ইদে বাংলাদেশকে ১০টি রেল ইঞ্জিন উপহার দিচ্ছে ভারত। আজই হস্তান্তর করা হবে ইঞ্জিনগুলি। গেদে সীমান্তে এই ইঞ্জিনগুলি বাংলাদেশের হাতে তুলে দেওয়া হচ্ছে।

সামনের শনিবার দিন ইদ। সেই ইদ উপলক্ষে বাংলাদেশকে ১০টি ব্রডগেজ লোকোমোটিভ উপহার দিচ্ছে ভারত। ভারতীয় রেলওয়েজের তরফে আজই এই ইঞ্জিনগুলো বাংলাদেশ রেলওয়ের হাতে হস্তান্তর করা হবে। প্রতিবেশী দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে এই উপহার বেশ তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। ভারতের দেওয়া এই রেল ইঞ্জিনগুলিকে ‘ঈদ উপহার’ হিসেবে দেখছে বাংলাদেশও।

বাংলাদেশের রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, “ভারতীয় রেলওয়ে  ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন উপহার স্বরূপ দেবে আজ। ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের হাতে ভারতীয় রেলওয়ে ইঞ্জিনগুলি হস্তান্তর করছে। ভারতের গেদে সীমান্ত এবং বাংলাদেশের দর্শনা সীমান্তে এই হস্তান্তরের সমস্তরকম আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে।”

Latest articles

Related articles