আনন্দের ঈদ সতর্কতার সঙ্গে পালন করুন, আহবান সংখ্যালঘু যুব ফেডারেশনের

নিজস্ব সংবাদদাতা: ধর্ম নিজের মতো উৎসব সকলের জন্য। উৎসবের আনন্দঘন মুহূর্তে ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল বন্ধু-বান্ধব, প্রতিবেশী ও দরিদ্র মানুষের মধ্যে কূশল বিনিময় ও আপ্যায়ন ইসলামী ঐতিহ্যের অবিচ্ছিন্ন অংশ। আগামী শনিবার দেশ জুড়ে পালিত হচ্ছে বকরি ঈদ।

বকরি ঈদ উপলক্ষে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সভাপতি অধ্যাপক নুরুল ইসলামের অনুরোধ, ঈদের ঐতিহ্য অক্ষুন্ন রাখুন। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে এমন আচরণ থেকে বিরত থাকুন। সব সময় অপরের বিশ্বাস ও সংস্কারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন। এমন হতে পারে আপনার ধর্মীয় রীতিনীতির প্রতি অজ্ঞতা বশতঃ কারো ঘৃণা থাকতে পারে, তাদের থেকে সতর্ক থাকুন।

যদিও ঈদ-উল-আযহা প্রসঙ্গে স্বাস্থ্যবিধি মেনেই ঈদের জামাতে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন সংখ্যালঘু যুব ফেডারেশনের সহ-সম্পাদক নাজমুল আরিফিন। কোরবানির কাজ শেষ হওয়ার পর পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দেওয়ার কথাও বলেছেন তিনি।

রাজবাসীর প্রতি অধ্যাপক নুরুল ইসলামের আবেদন, কোরবানীর পশুর ছবি গণমাধ্যমে পোষ্ট করবেন না। পশু কোরবানি প্রকাশ্য স্থানে করবেন না। কোনো ভাবেই কেউ প্ররোচিত হয় এমন আচরণ করবেন না।

Latest articles

Related articles