সাইফুদ্দিন মোল্লা,এনবিটিভি,দক্ষিণ ২৪ পরগনা :- কথায় হয়তো বিশ্বাস হবে না ! কিন্তু দেখলে চোখ ছানাবড়া হতে পারে , চমকে উঠবেন । কোনদিন কি চোখে পড়েছে, হলুদ রঙের কচ্ছপ । সম্পূর্ণ হলুদ রঙের কচ্ছপ ।বিরলতম এই কচ্ছপটির সন্ধান পাওয়া গেছে কাকদ্বীপ এলাকায়।
সম্প্রতি কাকদ্বীপের পুকুরবেড়িয়া গ্রামের একটি মাঠে ধান রোয়ার কাজ করার সময় এটি উদ্ধার করেন অমিত হালদার। জমি রোয়ার সময় তিনি দেখেন হলুদ রঙের একটা চলমান বস্তু হেলে দুলে এগিয়ে যাচ্ছে । সেটি হাতে তুলে নিয়ে তিনি অবাক, এটা হয় নাকি ? সম্পূর্ণ হলুদ রঙের কচ্ছপ ! ওজন মাত্র একশো গ্রাম । কচ্ছপটির খোলস পুরোপুরি হলুদ,পেটের রঙ সাদা । কচ্ছপটি দেখার পর, সেটিকে সবাইকে দেখানোর ইচ্ছা করেন তিনি । জমির কাজ ফেলে হাতে নিয়ে হলুদ কচ্ছপটি বাড়ি ফেরেন অমিত বাবু । তারপর থেকে কচ্ছপটিকে একটি বড় মাঠির পাত্রে রাখা আছে। প্রতিদিন কুচো মাছ খাদ্য হিসেবে দেওয়া হচ্ছে। হলুদ রঙের কচ্ছপের খবর এলাকায় চাউর হয়ে যায়। স্থানীয় বাসিন্দা জীবন বিজ্ঞানের শিক্ষক সৌম্যকান্তি জানা কচ্ছপটির ছবি দেখেন । খবর দেওয়া হয় বনদপ্তরকে । বিষয়টি দঃ ২৪ পরগনা জেলা বনাধিকারিকের নজরে আনা হয়েছে। খবর, বনদপ্তর কচ্ছপটিকে নিয়ে যাবে। রাখা হবে চিড়িয়াখানায় । শিক্ষক সৌম্যকান্তি জানা বলেন,‘ এটি বিরলতম প্রজাতি । এই প্রজাতি উড়িষ্যার বালাসোর উপকূলে পাওয়া যায়। গত বছর রায়দিঘির চাষ জমিতে একটি পাওয়া গিয়েছিল। সুন্দরবনে খুব কম পাওয়া যায়। এটি ‘এশিয়ান ফ্ল্যাপ সেল টার্টেলের এর একটি প্রজাতি।’
Related articles