জ্যোতির্ময় মন্ডল,এনবিটিভি,পূর্ব বর্ধমান:
প্রতিটি সাধারন মানুষের হাতে ম্যাক্স পৌঁছে দিতে উদ্যোগ নিল মন্তেস্বর এর ‘শিশুমহল’ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা।
স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রবিবার দুপুর ২ টা থেকে মন্তেস্বর কামার শাল মোড় বাজারে মাত্র ২ টাক মূল্যে বিভিন্ন ধরণের ম্যাক্স বিক্রির করা হয়।
সংস্থার পক্ষ থেকে অমিতাভ সোম, শ্যামল কুমার চ্যাটার্জী,অনুপ দাস,কুতুব মন্ডল ,নব গোপাল হাজরারা জানান, বর্তমান সংক্রমণ জনিত পরিস্থিতিতে প্রতিটা মানুষের ম্যাক্স ব্যবহার জরুরি, তবুও অনেকে দামের জন্য বাজার থেকে কিনতে আগ্রহ দেখাচ্ছেন না, তাই সংস্থার পক্ষ থেকে যতটা সম্ভব ভর্তুকি দিয়ে ,ন্যূনতম দামে ম্যাক্স বিক্রির ব্যবস্থা করা হয়েছে।আগামী কয়েক দিন এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দাররা।