করোনায় আক্রান্ত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সুস্থ না হওয়া পর্যন্ত রোজা রাখবেন গুফতার আহমেদ

এনবিটিভি ডেস্ক: করোনায় আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ওনাকে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দেশ জুড়ে বিজেপির কর্মী, সমর্থক এবং নেতারা ওনার সুস্থতার জন্য প্রার্থনা করছেন। আর এরমধ্যে জম্মু কাশ্মীরের বিজেপি নেতা গুফতার আহমেদ ঘোষণা করেছেন যে, তিনি অমিত শাহ-এর ঠিক না হওয়ার পর্যন্ত রোজা রাখবেন।

উনি বলেন, মঙ্গলবার থেকে তিনি রোজা শুরু করবেন আর ততদিন রোজা রাখবেন, যতদিন না অমিত শাহ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠছেন। গুফতার বলেন, মঙ্গলবার থেকে যতদিন না অমিত শাহয়ের করোনা রিপোর্ট নেগেটিভ আসছে, ততদিন আমি রোজা রাখব। উনি বলেন, আমি আল্লাহতালার কাছে দোয়া করবে অমিত শাহ যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। আমার দৃঢ় বিশ্বাস উনি খুব শীঘ্রই হাসপাতাল থেকে ছুটি পাবেন।

Latest articles

Related articles