পাকড়াও হল বাইক চক্রের আসামি !মিলল ১৩টি বাইক ও ২টি স্কুটি

এনবিটিভি, নিজস্ব সংবাদদাতা: পুলিশের ইনফর্মের তথ্যের ভিত্তিতে এবার বড়োসড়ো বাইক চক্রের এক আসামীকে পাকড়াও করে ১৩টি বাইক ও দুটি স্কুটি বাজেয়াপ্ত করল জামুরিয়া থানার পুলিশ। শুক্রবার এ বিষয়ে জামুরিয়া থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করে সামগ্রিক বিষয় স্পষ্ট করলেন এসিপি সেন্ট্রাল দুইয়ের আধিকারিক তথাগত পান্ডে । তিনি এদিন সাংবাদিক বৈঠকে স্পষ্ট করেন, যে দীর্ঘদিন ধরে জামুরিয়া থানার আধিকারিক সুব্রত ঘোষ এর নেতৃত্বে একটি দল গঠন করে এই বাইক চক্রের হদিশ জানতে শুরু করে। এরপরই মেলে বড়োসড়ো সফলতা। জানা যায় জামুড়িয়ার নন্ডি এলাকার বাসিন্দা পিন্টু ব্যানার্জি ওরফে পিনু, পশ্চিমবঙ্গের বাইরের বিভিন্ন অংশ থেকে গাড়ি চুরি করে এনে এখানে নাম্বার প্লেট কে নিজের মনের মত করে সাজিয়ে বিক্রির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে খবর পাওয়া মাত্রই পুলিশের বিশেষ দল নজরদারি চালাতে থাকে, এরপরই বেশ কিছু তথ্য উঠে আছে পুলিশের কাছে ৷ পুলিশ তল্লাশি করে বুঝতে পারে বেশ কয়েকটি গাড়ির নাম্বার কে পরিবর্তন করে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের গাড়ির নাম্বার গুলি কে কাজে লাগিয়ে গাড়ি গুলিকে বিক্রির চেষ্টা চালাচ্ছে পিন্টু৷ জানা গেছে সে বেশ কয়েকটি জায়গায় চারচাকা গাড়ির নাম্বার কি ব্যবহার করে সেই গাড়ি বিক্রির চেষ্টা চালিয়েছে পিন্টু ও তার সাগরেদরা। পুলিশ ১৭ ই আগস্ট পিন্টুকে হেফাজতে নিয়ে আদালতে পেশ করে পুলিশি হেফাজতে চাওয়ার পর জামুড়িয়ার তিনটি পৃথক এলাকা থেকে ১৩ টি বাইক ও দুটি স্কুটি উদ্ধার করে। এর সাথে আন্তঃরাজ্য কোন বাইক পাচার চক্র যুক্ত রয়েছে বলেই প্রাথমিকভাবে অনুমান পুলিশের। আগামীতে পুলিশ ধৃতকে রিমান্ডে নিয়ে তার সাথে আর কে কে যুক্ত রয়েছে ও এই পাচার চক্রের জাল কতটা বিস্তৃত সেসব সম্পর্কে খোঁজ চালাবে বলে জানা গেছে।

বিহার ঝাড়খন্ড সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এই জামুরিয়া অঞ্চল, এই এলাকায় এর আগেও বেশ কয়েক দফায় গাড়ি পাচার চক্র সক্রিয় হয়েছে পুলিশের অভিযানে মিলেছে সফলতাও। এবার পাচার চক্রের সেই বাড়বাড়ন্ত লক্ষ্য করে পুলিশের কড়া নজরদারি আবার সফলতা এনে দিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট তা এই অভিযানে স্পষ্ট হয়।

Latest articles

Related articles