কমার কোনও লক্ষণ নেই। দেশে করোনা সংক্রমিতের সংখ্যা ৩০ লাখ ছুঁতে চলেছে। শনিবার মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২৯,৭৫,৭০১ জন। মোট মৃত ৫৫,৭৯৪। এই হারে সংক্রমণ ছাড়াতে থাকলে আগামী ২ সপ্তাহের মধ্যে ভারত ব্রাজিলকে ছাপিয়ে বিশ্ব সংক্রমণ তালিকায় ২ নম্বরে উঠে আসবে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে, শুক্রবার করোনার নমুনা পরীক্ষার রোকর্ড হয়েছে। একদিনে পরীক্ষা করা হয়েছে ১০ লাখ নমুনা। সেইসঙ্গে তাদের দাবি, গত ২১ দিনে সুস্থতার হার ১০০ শতাংশ বেড়েছে। শুক্রবার পর্যন্ত সুস্থ হয়েছেন ২১,৫৮,৯৪৬। শনাক্তকরণ, পরীক্ষা এবং নিবিড় পর্যবেক্ষণের ফলেই তা সম্ভব হয়েছে। শুক্রবার পর্যন্ত সুস্থতার হার ছিল ৭৪.২৮ শতাংশ। মৃত্যুর হার কমে হয়েছে ১.৮৯ শতাংশ।