এনবিটিভি, নিজস্ব সংবাদদাতা: কুলটি থানার নিয়ামাতপুর এলাকার বাসিন্দা মহঃ মকসুদের দুই ছেলে মহঃ সরফরাজ ও মহঃ ইমতিয়াজ আসানসোল উত্তর থানার রেলপার এলাকায় দিদিমার বাড়ী যাবার জন্য সকাল বেলা বাড়ী থেকে বার হয়। লকডাউনের জন্য বাস বন্ধ থাকার কারনে দীর্ঘ আট কিলোমিটার পায়ে হেঁটে আসানসোল দক্ষিণ থানা এলাকায় পৌঁছে পথ হারিয়ে ফেলে ক্ষুদেরা। পথচলতি এক ব্যক্তি বাচ্চাদের ইতস্ততভাবে ঘুরতে দেখে সন্দেহ হওয়াতে আসানসোল দক্ষিণ থানায় নিয়ে যায় ক্ষুদেদের। সেখানে পুলিশ তাদের কাছ থেকে রেলপারের ঠিকানা নিয়ে বাড়ীর লোককে খবর দিলে বাড়ীর লোক এসে থানা থেকে তাদের নিয়ে যায়।
Related articles