এনবিটিভি ডেস্ক,আসাম: করােনার কারণে দীর্ঘ পাঁচ মাস চুপ থাকার পর ‘ সংশােধিত নাগরিকত্ব আইন (সিএএ) ইস্যুতে ফের পথে নামল আসামের কয়েক হাজার মানুষ। নতুন এই নাগরিকত্ব আইন প্রত্যাহারের দাবিতে আসামের বিভিন্ন জায়গায় প্রতিবাদে সামিল হয় বিভিন্ন সংগঠনের সদস্যরা।
এই বিক্ষোভের নেতৃত্বে ছিল’ আসাম
জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ ‘। বিশ্বনাথ জেলায়শিক্ষার্থী সংগঠনের সদস্যরা মানববন্ধনে সামিলহয়ে সিএএ প্রত্যাহারের দাবি জানাতে থাকে। একই সঙ্গে এনভার্নমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট (ইআইএ) -২০২০’ এর খসড়া প্রত্যহারেরও দাবি জানাতে থাকে। বিজেপি শাসিত আসাম ও কেন্দ্রের সরকারের বিরুদ্ধেও সুর চড়ায় বিক্ষোভকারীরা।তাদের দাবি মানা না হলে আগামী দিনে আরও বড়আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়বিক্ষোভকারীদের পক্ষ থেকে। বিশ্বনাথ জেলাছাড়াও নওগাঁও, মরিগাঁও, নলবাড়ি, দারাং,শােনিতপুর, জোরহাট জেলার বিভিন্ন প্রান্তেও সিএএ ইস্যুতে প্রতিবাদে নামে সংগঠনের সদস্যরা।
নওগাঁও কলেজের সামনে মানববন্ধনে সামিল
হওয়া এক বিক্ষোভকারী জানান ‘ আমরা কোন
ভাবেই সিএএ ও ইআইএ মেনে নেব না। ২০১৬
সাল থেকেই আমরা সিএএ এর বিরুদ্ধে প্রতিবাদ
চালিয়ে আসছি কিন্ত সরকার আমাদের কথা
শুনছে না।’