শুভেন্দু অধিকারী কি বিজেপিতে যাচ্ছেন? সাংবাদিকদের মুখোমুখি শিশির অধিকারী

এনবিটিভি ডেস্ক, পূর্ব মেদিনীপুর: বেশ কয়েক মাস ধরে পরিবহন মন্ত্রী তথা পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এর বিধায়ক শুভেন্দু অধিকারী কে বিজেপিতে যোগদান প্রসঙ্গ নিয়ে কার্যত উত্তাল ছিল রাজনৈতিক মহল৷ বহু সংবাদমাধ্যমে সেই বিষয় নিয়ে একাধিকবার জল্পনা উঠেছিল শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান প্রসঙ্গ নিয়ে৷ তা নিয়ে অবশ্য শুভেন্দু অধিকারীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ কার্যত, নিজের জায়গাতে অনড় ছিল পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী৷

অব শেষে এই জল্পনায় কার্যত জল ঢেলে দিলো পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল সভাপতি তথা কাঁথি লোকসভা কেন্দ্রের সংসদ শিশির অধিকারী৷ সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গ কার্যত উড়িয়ে দিতে দেখা গিয়েছিল শিশির অধিকারীর মুখ থেকে৷ এদিন তিনি স্পষ্ট ভাবে বলেন শুভেন্দু অধিকারী একজন দায়িত্বশীল নেতা৷ অন্যদিকে বিজেপির প্রসঙ্গে তিনি বলেন ওই রাজনৈতিক দলের বিষয়ে আমি কিছু বলতে চাই না কারন আমি ওই রাজনৈতিক দলের কোন কথাই বিশ্বাস করিনা৷ অর্থাৎ এক কথায় বলা যেতে পারে পরিবহন মন্ত্রী তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান নিয়ে কার্যত জল ঢেলে দিলেন তৃণমূল জেলা সভাপতি তথা কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ শিশির অধিকারী।

Latest articles

Related articles