জুলফিকার আলি,এনবিটিভি,পূর্ব মেদিনীপুর: তৃনমুলের হামলার বলি এক বিজেপি কর্মী। এগরায় বিজেপি কর্মী শেখ লিয়াকত খুনের ঘটনায় কাঁথির সাংগঠনিক জেলা জুড়ে প্রত্যেক বিধানসভা ভিত্তিক প্রতিবাদ কর্মসূচী পালিত হয়। রামনগর,কাঁথি টাউন,মারিসদা,হেঁড়িয়া,ভগবানপুর,পটাশপুর, এবং এগরা টাউন প্রভৃতি এলাকায় বিজেপির বিক্ষোভ কর্মসূচী পালন হয়। এগরার ঘটনায় অপরাধীদের গ্রেফতার ও কঠিন শাস্তির দাবিতে সরব হয় বিজেপি। যে কারণে রাস্তায় নেমে প্রতিবাদ জানালে বিজেপি নেতা সহ বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করে। আচমকা গ্রেফতারের প্রতিবাদে মুক্তির দাবিতে ফের পথে নেমে পথে বসে অবস্থান বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী ও সমর্থকরা।