এনবিটিভি ডেস্ক, মোজাফ্ফার আহমেদ:
জাতির জনক মহাত্মা গান্ধী। ভারতবর্ষের ইতিহাসের এক স্তম্ভ মহাত্মা গান্ধী। তার চোখের গোলাকৃতি চশমা সোনার পাত বসানো । চশমাটি ইংল্যান্ডে নিলামে দাম উঠল ২ লক্ষ ৬০ হাজার পাউন্ড । যেটা ভারতীয় মুদ্রায় প্রায় ২কোটি ৫৫ লক্ষ টাকা। চশমাটি স্বয়ং গান্ধীজির নিজের হাতে গড়া।
জানা গিয়েছে দক্ষিণ আফ্রিকায় থাকা কালীন ১৯১০ থেকে ১৯৩০ সালে গান্ধীজি ব্যবহার করতেন। সেইসময় তিনি এক ব্রিটিশ প্রেট্রোলিয়াম কর্মীকে এই চশমাটি উপহার দিয়েছিলেন। সেই সূত্রেই চশমাটির মালিক এখন ইংল্যান্ডের বাসিন্দা। যদিও দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের বাসিন্দা চশমাটির ক্রেতার নাম প্রকাশ করেনি ইস্ট ব্রিস্টল একশনস হাউস।
আমরা সচরাচর গান্ধীজির যে ছবিগুলি বা মূর্তি গুলো আমরা দেখতে পাই সেইখানে গান্ধীজি এই সোনার পাত বসানো চশমাটি পরে থাকেন।ইংল্যান্ডে আইন নিয়ে পড়ার সময় তিনি এই গোলাকৃতি চশমা পরা শুরু করেছিলেন। এই চশমাটি মোহনদাস করমচাঁদ গান্ধীর ভাবমূর্তির সঙ্গে জুড়ে গিয়েছে।