এনবিটিভি ডেস্ক: জনপ্রতিনিধির কাজ হল মানব সেবা করা, জনগণের পাশে দাঁড়ানো । কিন্তু কতজন আর দাঁড়ালো মানুষের পাশে! ভোট আসে ভোট যায় কিন্তু মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় না জনপ্রতিনিধিদের, কিন্তু এমন কিছু জনপ্রতিনিধিরা রয়েছেন যারা বরাবরই মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলো করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ।
গতকাল করিমপুর বিধায়ক কার্য্যালয় থেকে ১০ জন প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিবন্ধী সাইকেল দেওয়া হলো এবং তারই সাথে সবাইকে একটি করে মাস্ক ও একটু মিষ্টি মুখ করতে মিষ্টির প্যাকেট দেওয়া হলো |আগামী দিনে এমন আরো কিছু প্রতিবন্ধী ব্যক্তিদের এই সাইকেল দেওয়া হবে জানিয়েছেন বিধায়ক বিমলেন্দু সিংহ।