এনবিটিভি ডেস্ক,গোলাম হাবিব,মালদা: রাজ্য ঘোষিত সাপ্তাহিক লকডাউন-এ মালদা জেলার মোথাবাড়ি থানার অন্তর্গত মোথাবাড়ি এলাকার বিভিন্ন রাস্তার মুখে এবং চৌরাস্তা গুলিতে সকাল থেকে চলছে পুলিশের কড়া নজরদারি। অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছে মোথাবাড়ি থানার পুলিশ। সকাল থেকে মোথাবাড়ি থানার ওসি বিটুল পালের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী নেমে পড়েছে রাস্তায়। অযথা যারা রাস্তায় বেরিয়েছে কারন দেখাতে না পারলে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে। বৈধ জিনিসপত্র ছাড়া কোন গাড়িকে যেতে দেওয়া হচ্ছে না। যাদের মুখে মাক্স নেই মোথাবাড়ি থানার পক্ষ থেকে তাদের প্রতি কড়া নজরদারি দেওয়া হচ্ছে।
লকডাউন উপেক্ষা করে ঘুরে বেড়ানো এমন কয়েকজন কে আটক করা হয়েছে মোথাবাড়ি থানার পক্ষ থেকে।
এবং আজকের ছবিটা ছিল ঠিক অন্যরকম মোথাবাড়ি এলাকার মানুষ কার্যত লকডাউন পালন করে চলেছে আজ। পুলিশের ভূমিকা ও ছিল চোখে পড়ার মতো। রাস্তাঘাট দোকান বাজার তো বন্ধ ছিলই। তার পাশাপাশি যারা কারন ছাড়া বেরিয়েছে বা কোথাও যাচ্ছে রাস্তায় বৈধ কাগজপত্র এবং প্রমাণ ছাড়া কাউকে যেতে দেওয়া হয়নি।
তার পাশাপাশি এদিন মালদা জেলার মোথাবাড়ি থানার অন্তর্গত মোথাবাড়ি এলাকার লকডাউন পরিস্থিতি পরিদর্শনে আসেন অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) দীপক সরকার ৷