ফেসবুকে সবথেকে বেশি ১০ কোটি টাকার বিজ্ঞাপন দিয়েছে বিজেপি

ফেসবুকে সবথেকে বেশি বিজ্ঞাপন দিয়েছে বিজেপি। সামাজিক বিষয়, নির্বাচন ও রাজনীতি নিয়ে এই বিজ্ঞাপন। ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে গত ১৮ মাসে তারা ৪ কোটি ৬১ লাখ টাকার বিজ্ঞাপন দিয়েছে। কংগ্রেস বিজ্ঞাপন দিয়েছে ১ কোটি ৮৪ লাখ টাকার। আম আদমি পার্টি খরচ করেছে ৬৯ লাখ। ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, ২৪ আগস্ট পর্যন্ত ফেসবুকের স্পেন্ডিং ট্র্যাকার থেকে এই তথ্য মিলেছে।

সবথেকে বেশি দশটি বিজ্ঞাপনদাতাদের মধ্যে চারটি বিজেপির সঙ্গে জড়িত। তার তিনটির একই ঠিকানা দিল্লির। সেটি বিজেপির সদর দফতরের। এই চারটির মধ্যে রয়েছে দুটি কমিউনিটি পেজ। মাই ফার্স্ট ভোট ফর মোদি এবং ভারত কে মন কি বাত। প্রথমটি বিজ্ঞাপন দিয়েছে ১ কোটি ৩৯ লাখ টাকার, দ্বিতীয়টি ২ কোটি ২৪ লাখ টাকার। নেশন উইথ নমো খরচ করেছে ১ কোটি ২৮ লাখ। বিজেপি নেতা আর কে সিনহা বিজ্ঞাপন দিয়েছেন ৬৫ লাখ টাকার।

সবমিলিয়ে বিজেপি বিজ্ঞাপনে খরচ করেছে ১০ কোটি ১৭ লাখ টাকা। এর মধ্যে ২০১৯ সালের এপ্রিল-মে রয়েছে, যখন বিজেপি ফের ক্ষমতায় এসেছিল। ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে ফেসবুক, ইন্স্টাগ্রাম, মেসেঞ্জারে মোট বিজ্ঞাপন দেওয়া হয়েছে ৫৯ কোটি ৬৫ লাখ টাকার।

Latest articles

Related articles