জম্মু ও কাশ্মীরের কাথুয়া জেলার বন্দুকযুদ্ধে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) এক সদস্য নিহত হয়েছেন।
বুধবার কুটাহ এলাকায় পুলিশের এক তল্লাশি অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।
এর আগে মঙ্গলবার কাথুয়ার সাইদা গ্রামে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন হামলাকারী নিহত হন। পরদিনই বন্দুকযুদ্ধে পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটল।
পুলিশ জানায়, বন্দুকযুদ্ধে নিহত ‘জঙ্গির’ পলাতক সহযোগীদের সন্ধানে কুটাহ এলাকায় তল্লাশি চালায় পুলিশ ও আধা সামরিক বাহিনী। বনাঞ্চলে লুকিয়ে থাকা ‘জঙ্গিরা’ গুলি চালালে সিআরপিএফের এক সদস্য নিহত হন। ঘটনাস্থল ঘিরে পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে।