মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন মোড়! শারদ পওয়ারের অফিসে দেখা করতে গেলেন অজিত পওয়ার

এনবিটিভি, ওয়েব ডেস্ক: মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন মোড়! রবিবার বিকেলে এনসিপি সুপ্রিমো শারদ পওয়ারের অফিসে সাক্ষাৎ করলেন মহারাষ্ট্র সরকারের একাধিক মন্ত্রী-সহ ভাইপো অজিত পওয়ার। এরপরেই মহারাষ্ট্রের রাজনীতিতে নয়া কোনও সমীকরণের ইঙ্গিতের কথাও দাবি করছেন কেউ কেউ।

যদিও অজিত শিবিরের দাবি, সৌজন্য সাক্ষাৎ হয়েছে তাঁদের! এদিন অজিতের সঙ্গে ছিলেন প্রফুল্ল প্যাটেল, নরহরি জিরওয়াল, রাজ্যের মন্ত্রী ছগান ভুজওয়াল, দিলীপ ওয়ালসে পাটিল, হাসান মুশরিফ, ধনঞ্জয় মুন্ডে, অদিতি তাতকরে-সহ অন্যান্যরা। সূত্রের দাবি, এই সাক্ষাতে দলের ‘বিদ্রোহী’ নেতারা এনসিপিকে ঐক্যবদ্ধ রাখার বিষয়ে উদ্যোগ নিতে বলেছেন। যদিও এই বিষয়ে দলের প্রধানের তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি বলেই খবর।

Latest articles

Related articles