ভারতে মুসলিমবিদ্বেষী বক্তব্য বেড়েই চলেছে: গবেষণা

ভারতে আগের চেয়ে মুসলিমবিদ্বেষী বক্তব্য ৬২ শতাংশ বৃদ্দি পেয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা ইন্ডিয়া হেট ল্যাব।

হিন্দুত্ববাদী গ্রুপগুলোর অনলাইন কার্যক্রম, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভেরিফায়েড ভিডিও এবং ভারতের সংবাদমাধ্যমে আসা প্রতিবেদনগুলো আমলে নেওয়ার পর এক গবেষণা প্রতিবেদনে তারা এ তথ্য জানিয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) ওই গবেষণার ফলাফলের ব্যাপারে জানিয়েছে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে ভারতে মোট ৬৬৮টি ইসলামবিদ্বেষী বক্তব্য দেওয়া হয়েছে।প্রথম ছয় মাসে ২৫৫ বার মুসলিমবিদ্বেষী বক্তব্য আসলেও, পরের ছয় মাসে ওই সংখ্যা দাঁড়িয়েছে ৪১৩ তে। হামাস-ইসরায়েল সংঘাত মুসলিমবিদ্বেষী বক্তব্য উসকে দিচ্ছে বলে জানিয়েছে তারা।

মুসলিমবিদ্বেষী বক্তব্যের ৭৫ শতাংশই ঘটেছে শাসক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অধ্যুষিত মহারাষ্ট্র, উত্তর প্রদেশ এবং মধ্য প্রদেশে।

ইন্ডিয়া হেট ল্যাব জানিয়েছে, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকেই মুসলিমদের ওপর দমন-পীড়ন বেড়েছে। অবৈধ দখলদারমুক্ত করার নামে মুসলিমদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়াসহ ক্লাশরুমে হিজাব নিষিদ্ধ করা এবং নাগরিকত্ব আইনে মুসলিমদের ব্যাপারে নিবর্তনমূলক ধারা যোগ করাসহ অসংখ্যা অভিযোগ রয়েছে বিজেপি সরকারের বিরুদ্ধে।

Latest articles

Related articles