রাজ্য পার্টি প্রচার কমিটি থেকে পদত্যাগ করেছেন মহারাষ্ট্রের প্রবীণ কংগ্রেস নেতা আরিফ নাসিম খান। লোকসভা নির্বাচনে মুসলিম সম্প্রদায় থেকে কোন প্রার্থী না দেওয়ারও সমালোচনা করেন তিনি।
তিনি বলেন, “দুই মাস আগে সিদ্ধান্ত হয়েছিল আমাকে প্রার্থী করা হবে। এ খবর মুম্বাইয়ের সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের উৎসাহিত করছিল। কিন্তু এ আসন থেকে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হয়েছে।”
তিনি আরো বলেন, “কংগ্রেস একজন মুসলিমকে কেন প্রার্থী করেনি জানতে চাইলে আমি উত্তর দিতে পারি না।।
উল্লেখ্য, মুম্বাই শহরের জনসংখ্যার ২৫% মুসলমান। শহরতলির বাসিন্দাদের মধ্যে ১৮% মুসলমান।
আরিফ নাসিম খান মুম্বাই উত্তর সেন্ট্রাল আসন থেকে কংগ্রেসের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কংগ্রেসের ওই আসনে বর্ষা গায়কওয়াড়কে নির্বাচিত করে।