অরুন্ধতী রায়ের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলার অনুমতি

পুরোনো একটি এফআইআরকে কেন্দ্র করে ইউএপিএ বা সন্ত্রাসদমন আইনে লেখিকা ও অ্যাক্টিভিস্ট অরুন্ধতী রায়ের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিলেন দিল্লির লেফটন্যান্ট গভর্ণর ভিকে সাক্সেনা।

১৩ বছর আগে কাশ্মীর ইস্যুতে ‘উসকানিমূলক’ দেওয়ার অভিযোগ রয়েছে লেখিকার বিরুদ্ধে। এই অভিযোগে দিল্লির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নির্দেশের পর অরুন্ধতী রায় ও কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক শেখ শওকত হোসেনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল।

তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ, ১৫৩বি এবং ৫০৫ ধারায় মামলা দায়ের করা হয়েছিল। সে সময় তিনটা ধারাতেই মামলা শুরুর অনুমতি আগেই দিয়েছিলেন দিল্লির লেফটন্যান্ট গভর্ণর ভিকে সাক্সেনা। এবার ইউএপিএ ধারাতেও অরুন্ধতী রায়ের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি দিলেন।

উল্লেখ্য, কাশ্মীরের সংগঠক সুশীল পণ্ডিতের করা অভিযোগের ভিত্তিতে  ২০১০ সালের ২৮ অক্টোবর তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় হয়। ওই এফআইআর  এর ভিত্তিতে অরুন্ধতী রায় ও শেখ শওকত হোসেনের বিরুদ্ধে  বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের ৪৫ (‌১)‌ ধারার অধীনে বিচারের অনুমোদন দিয়েছেন ভিকে সাক্সেনা।

তাদের বিরুদ্ধে অভিযোগ, ‘আজাদি দ্য ওনলি ওয়ে’ নামের এক অনুষ্ঠানে কাশ্মীরকে ভারতের থেকে বিচ্ছিন্ন করার দাবি জানিয়েছিলেন অরুন্ধতী রায় ।

Latest articles

Related articles