ধর্ষণের মামলায় শারীরিক অবস্থার অবনতি বিবেচনা করে যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত করতে পিটিশন দায়ের করেছিলেন হিন্দু ধর্মীয় নেতা আসারাম।
শুক্রবার সেই পিটিশন খারিজ করে দিয়েছে সুপ্রীম কোর্ট। এর আগে রাজস্থান হাইকোর্টে একই আবেদন করলে প্রত্যাখাত হন তিনি।
উল্লেখ্য গত বছরের জানুয়ারিতে, গুজরাটের গান্ধীনগরের একটি আদালত ২০১৩ সালে ১৬ বছর বয়সী তার এক শিষ্যকে ধর্ষণের জন্য আসারামকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।২০১৩ সাল থেকে যোধপুর কারাগারে আছেন তিনি।
আসারামের আইনজীবী মুকুল রোহাতগি এবং দেবদত্ত কামাত শীর্ষ আদালতকে বলেন, আসারামের একটি করোনারি আর্টারি বাইপাস এবং অন্যান্য অসুস্থতার জন্য চিকিৎসার প্রয়োজন।
বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তের সুপ্রিম কোর্টের বেঞ্চ আসারামকে মহারাষ্ট্রের হাসপাতালে চিকিৎসার আবেদন নিয়ে রাজস্থান হাইকোর্টে যেতে বলেছে।