ঘোষিত হল এশিয়া কাপের সূচি

এনবিটিভি, ওয়েব ডেস্ক: ঘোষিত হল এশিয়া কাপের সূচি। আগামী ২ সেপ্টেম্বর মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। তবে এই ম্যাচ খেলা হবে শ্রীলঙ্কার ক্যান্ডিতে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে নেপাল ও পাকিস্তান। ৩০ আগস্টের এই ম্যাচ খেলা হবে মুলতানে। ফাইনাল খেলা হবে ১৭ আগস্ট। পাকিস্তানের মাটিতে আয়োজিত হবে টুর্নামেন্টের চারটি ম্যাচ। তবে ঘরের মাঠে মাত্র ১টি ম্যাচ খেলার সুযোগ পাবেন বাবর আজমরা।

বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই এই টুর্নামেন্টকে দেখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ২ সেপ্টেম্বর পাকিস্তান ম্যাচ দিয়েই টুর্নামেন্ট শুরু করছে মেন ইন ব্লু। তার দু’দিন পর ৪ সেপ্টেম্বর নেপালের বিরুদ্ধে ম্যাচ খেলবে ভারত। গ্রুপ পর্বের এই দুই ম্যাচ খেলার পরে সুপার ফোর পর্যায় শুরু হবে। সেখান থেকে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দুই দল ফাইনালে খেলবে। ১৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বোয় ফাইনাল খেলা হবে।

Latest articles

Related articles