আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে ফরিদকোনা দুহালিয়া জিপিতে- ৪ নাম্বার ওয়ার্ডের বুথ কমিটি গঠন

এনবিটিভি ডেস্ক : আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে আজকে পাতারকান্দি সমষ্টির ফরিদকোনা দুহালিয়া জিপিতে- ৪ নাম্বার ওয়ার্ডের বুথ কমিটি গঠন উপলক্ষে, ফরিদকোনা দোহালিয়ার মন্ডল কংগ্রেস কমিটির সভাপতি জনাব হুসাইন আহমদ সাহেব এর সভাপতিত্বে একটি সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতি মাসুদ আহমদ ,এবং সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সহ – ২১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী বুথ কমিটি গঠন করা হয়। বুথ কমিটি গঠন সভায় বিশিষ্ট জনের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদকুনা দুহালিয়া জিপির যুব কংগ্রেসের সভাপতি জনাব খলিলুর রহমান সাহেব, ফরিদকুনা দুহালিয়া জিপির বিশিষ্ট সমাজসেবী জনাব আছহাব উদ্দিন সাহেব, মবরুর আহমেদ,এনাম উদ্দিন সহ অন্যান্যরা।

সভাশেষে নবাগত বুথ কমিটির সভাপতি জনাব মাসউদ আহমেদ, অতি শীঘ্রই বর্তমানে যদি ৮ নং জাতীয় সড়ক এর বেহাল অবস্থার জন্য বিভাগীয় কর্তৃপক্ষ রাস্তাটি মেরামতির কাজে হাত না দেন তাহলে উনারা আছিমগঞ্জ যুব সমাজকে নিয়ে অতি শীঘ্রই বৃহৎ আকারের আন্দোলনে নামবেন বলে বিভাগীয় কর্তৃপক্ষ কে হুঁশিয়ারি দেন।

Latest articles

Related articles