ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর হামলা, নিহত ১০

ফিলিস্তিনের গাজায় ত্রাণবাহী ট্রাকের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলি ও গোলা হামলায়  অন্তত ১০ জন ফিলিস্তিন নিহত  হয়েছে। এ সময় আহত হয়েছে ১৫ জন।

আহতদের আল-শিফা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রনালয়।

রোববার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় গাজা নগরীর উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে।

ফিলিস্তিনি কতৃপক্ষ জানায়, জেইতুন এলাকায় তিনতলা আবাসিক ভবনে বোমা হামলা চালালে নিহত হয় ১৫ জনের বেশি। ঘটনাস্থলে হামলার কারণে অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারেনি।

একই দিন, গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন।

Latest articles

Related articles