ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট ইন্ডিয়ার শিক্ষার্থীদের উপর হামলা, প্রতিবাদ ৩০০ প্রাক্তন শিক্ষার্থীর

বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদে ব্যানার প্রদর্শনের কারণে ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট ইন্ডিয়ার শিক্ষার্থীদের উপর হিন্দুত্ববাদীদের হামলার ঘটনায় বিবৃতি দিয়েছেন ওই ইনস্টিটিউটের ৩০০ জনের বেশি প্রাক্তন শিক্ষার্থী।

রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানের একদিন পর মঙ্গলবার (২৪ জানুয়ারি) ওই প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে। এক ডজনেরও বেশি হিন্দুত্ববাদী ব্যক্তিরা নিরাপত্তা কর্মীদের ধাক্কা দিয়ে ক্যাম্পাসে ঢুকে পড়ে। তারা জয় শ্রী রাম স্লোগান দিতে দিতে ছাত্রদের উপর হামলা চালায়। এ সময় তারা এফটিআইআই স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এফএসএ) এর লাগানো একটি ব্যানারও ছিঁড়ে পুড়িয়ে দেয়। ওই ব্যানারে লেখা ছিল “বাবরি, সংবিধানের মৃত্যু মনে রাখবেন”।

এফটিআইআইএসএর সভাপতি মানকাপ নকওহাম, সাধারণ সম্পাদক সায়ন্তন চক্রবর্তী এবং একজন মহিলা ছাত্রী সহ আরও দুই ছাত্রকে মারধর করে তারা।

এই হামলার প্রতিবাদে শুক্রবার প্রকাশিত ওই খোলাচিঠিতে স্বাক্ষর করেছেন অস্কার বিজয়ী রেসুল পুকুট্টি, প্রবীণ পরিচালক সাঈদ মির্জা, চলচ্চিত্র নির্মাতা প্রতীক ভাটস, পায়েল কাপাডিয়া, উমেশ কুলকার্নি, সাউন্ড ডিজাইনার বিশ্বদীপ চ্যাটার্জি, চলচ্চিত্র সম্পাদক আইরিন ধর মালিক অভিনেতা শার্দুল ভরদ্বাজসহ আরো অনেক প্রাক্তন শিক্ষার্থী।

খোলা চিঠিতে বলা হয়, এই মহান ফিল্ম স্কুলের ছাত্রদের লাঞ্ছিত হতে দেখা বেদনাদায়ক। আমরা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি। আমরা পুলিশ এবং কর্তৃপক্ষের কাছে আবেদন করছি যারা ছাত্রদের বিরুদ্ধে সহিংসতা করেছে তাদের বিরুদ্ধে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে পাঁচজন ছাত্রের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিকে ক্ষুব্ধ করা ও জাতীয় সংহতির পক্ষে ক্ষতিকর কাজের অভিযোগে এফআইআর দায়ের করেছে পুলিশ। শিক্ষার্থীরা ইতিমধ্যেই দায়রা আদালত থেকে আগাম জামিন নিয়েছেন।

Latest articles

Related articles