এনবিটিভি, নিজস্ব সংবাদদাতা: আগস্ট চলতি সপ্তাহে চতুর্থ দিনের লকডাউনে বাংলা ঝাড়খন্ড সীমান্ত ডুবুরডি বর্ডারে বৃষ্টির মধ্য দিয়ে চলছে পুলিশের কড়া নজরদারি। সঠিক তথ্য ছাড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না পশ্চিমবঙ্গে।
করোনা ভাইরাসের প্রকোপ কমাতে যেখানে সরকার ও প্রশাসনের দ্বারা পশ্চিমবঙ্গে দিন পর দিন লকডাউন করা হচ্ছে সেই জায়গায় সাধারণ মানুষ সচেতন হচ্ছে না।হু হু করে দিন দিন বৃদ্ধি পাচ্ছে করোনা।
শুক্রবার দিন ডুবুরডি বর্ডারে প্রচুর বাহন চালকের মুখে দেখতে পাওয়া গেলো না মাস্ক। এর মধ্যে একজন সিআইএসএফ জওয়ানকে মাস্ক ছাড়া দেখা যায় ।যেখানে সরকার ও প্রশাসনের দ্বারা বারবার প্রচার করা হচ্ছে মাস্ক না পরে বাইরে বেরোনো নিষেধ কিন্তু কে কার কথা শুনছে। তবে মাস্কছাড়া পথচারিদের এদিন পুলিশের তরফে রাস্তা থেকে ঘুরিয়ে দেওয়া হয়।