এনবিটিভি নিউজ ডেস্ক, ২৬ জুলাই: ভারত বাংলাদেশ সীমান্ত থেকে পাচারের আগে ফেন্সিডিল সহ দুই পাচারকারীকে পাকড়াও করল বিএসএফ। মালদার শ্মশানি বিওপি এলাকায় ২৪ নম্বর ব্যাটেলিয়ান জওয়ানরা দুই ফেন্সিডিল পাচারকারীকে ধরে ফেলে। ধৃতদের কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ।
পুলিশ সূত্রে জানাগেছে,ধৃতরা হলেন সাহেব শেখ (২১)ও চন্দন মন্ডল (২০) কালিয়াচক থানার গোলাপগঞ্জ এলাকায় বাড়ি এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪০০ বোতল ফেন্সিডিল যার আনুমানিক বাজার মূল্য ৬০ হাজার টাকা। সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের ছিল বলে অনুমান করছে তদন্তকারী পুলিশ অফিসাররা।
রবিবার ধৃতদের কালিয়াচক থানার পুলিশ মালদা জেলা আদালতে পেশ করেছে। সাথেই পাচার চক্রের সঙ্গে আরও কারা জড়িত তার তদন্ত ইতিমধ্যেই শুরু করে দিয়েছে কালিয়াচক থানার পুলিশ