সীমান্তে পেরিয়ে গরু চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো তিন বাংলাদেশি, গণপ্রহরছ মৃত্যু

জামিল হোসেন,এনবিটিভি, আসাম:সীমান্ত টপকে পাতারকান্দি ভুবরিগাট বাগানে গরু চুরি করতে গিয়ে গ্রামবাসীদের গণপ্রহারে মৃত্যু হলো তিন বাংলাদেশির। অভিযুক্ত নাম জানা যায়নি। আনুমানিক প্রত্যেকের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে হবে বলে জানা গেছে । রবিবার সকালে পুলিশ তদন্তে নেমেছে। মৃতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য আদায়ে সক্ষম না হলেও ওদের বাড়ি বাংলাদেশ সিলেটের জাম কান্দিতে বলে ধারণা করছে পুলিশ।

এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জের মর্গে পাঠিয়ে দিয়েছে পাতারকান্দি থানার পুলিশ।

Latest articles

Related articles