এনবিটিভি ডেস্ক, মালদা: গোপন সূত্রে খবর পেয়ে ধৃতের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ সাফল্য পায়। ধৃতকে এদিন মালদা জেলা আদালতে পেশ করেছে কালিয়াচক থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানাগেছে, ধৃতের নাম বিকাশ মণ্ডল। গোলাপগঞ্জের নওদাপাড়া এলাকার বাসিন্দা। সূত্র মারফত খবর পেয়ে গভীর রাতে সেই বাড়িতে হানা দেয় পুলিশ। তল্লাশিতে উদ্ধার হয় ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ২৫০ বোতল ফেন্সিডিল। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে এই সমস্ত অবৈধ মাদক সামগ্রী গুলি সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের ছক ছিল। তবে তার আগেই পুলিশের হাতে ধরা পড়ে যায়।বৃহস্পতিবার ধৃতকে মালদা জেলা আদালতে পাঠিয়ে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ