এনবিটিভি ডেস্ক: সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে….. এই কথাটি মহৎ তাৎপর্যপূর্ণ। তার নিদর্শন দেখা গেল পাণ্ডবেশ্বরে। ছেলের অন্নপ্রাশন, ছেলের প্রথম মুখে ভাত ,চেষ্টা করলে হয়তো প্রচুর আত্মীয়স্বজনকে জাঁকজমক আয়োজন করে খাওয়াতে পারতেন কিন্তু তিনি তা করেননি ।এই করোনা পরিস্থিতিতে দুঃস্থ মানুষদের ছেলের অন্নপ্রাশন উপলক্ষে প্রায় ৩০০ জন সমাজের দুস্থ ও পিছিয়ে পড়া মানুষদের মধ্যাহ্নভোজন করালেন। পশ্চিম বার্ধামসন জেলা সাংবাদিক সুভাষ ঘোরই তার ছেলের অন্নপ্রাশনে এমনই নিদর্শন রাখলেন। এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন বৈদ্যনাথপুর পঞ্চায়েত প্রধান জবা সাহা৷ পাণ্ডবেশ্বর সমিতি অধ্যক্ষ ও পঞ্চায়েত সদস্যদের হাত দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। উপস্থিত ছিলেন সমাজের আরো অন্যান্য ব্যক্তিত্বরা। এই মহৎ উদ্যোগকে সমাজের প্রত্যেকটি স্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন।
Related articles