বর্ধমান পৌরসভায় জল ট্যাঙ্কির বেহাল অবস্থা, আশঙ্কায় এলাকাবাসী

বর্ধমান,০৯অক্টোবরঃ
বর্ধমান পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের রসিকপুর এলাকাতে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে জলের ট্যাঙ্কি। যেকোনো মুহূর্তে হুড়মুড় করে ভেঙে পড়ে যেতে পারে, এই আশঙ্কাতে আছে এলাকার মানুষজন। এই এলাকার মানুষেরা কাউন্সিলার কে অভিযোগ জানিয়েছেন তবুও সে রকম কোন নজর দেন নি কাউন্সিলার। এছাড়া বর্ধমান পৌরসভা তে বারবার অভিযোগ জানিয়েছেন তারা সেদিকেও নজর দেননি প্রাক্তন কাউন্সিলর ও পৌরপতি স্বরূপ দত্ত। এবং যিনি মহকুমা শাসক তাকেও এই অভিযোগ জানান তবুও এদিকে কোনরকম নজর দেননি বলেও অভিযোগ জানান এলাকার মানুষজন।
এখনো এই এলাকার মানুষেরা পৌরসভার আশায় রয়েছে আদৌ কি বর্ধমান পৌরসভা এদিকে নজর দেবে, নাকি বড়সড় দুর্ঘটনা ঘটে সেই দায় নেবে বর্ধমান পৌরসভা? এলাকার মানুষেরা যথেষ্ট অসন্তুষ্ট। অবিলম্বে যদি ওই জেরল ট্যাঙ্কি সংস্কার এবং পুনরায় ঠিক না করা হয় তাহলে এলাকাবাসী বৃহত্তর আন্দোলন করবে এবং বর্ধমান পৌরসভা অভিযান করবে বলে জানিয়েছেন রশিদপুর এলাকার সাধারন নাগরিকবৃন্দ।

Latest articles

Related articles