মোদির শপথ অনুষ্ঠানের দিনে জম্মুতে বাসে হামলা, নিহত ১০

নরেন্দ্র মোদী টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিনই জম্মু-কাশ্মীরে হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ হামলায় নিহত হয়েছে অন্তত ১০ জন। আহত হয়েছে অন্তত ৩৩ জন।

পুলিশ জানিয়েছে, বাসটিতে সন্ত্রাসীরা অতর্কিতে হামলা চালায়।  বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে জম্মুর রিয়াসি জেলার এক খাদে পড়ে যায়। খাদে পড়া বাসটি থেকে উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। হামলাকারীদের ধরতে পুলিশ এবং সেনাবাহিনী অভিযান চালাচ্ছে।

জম্মুর শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা মনোজ সিনহা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, এই জঘন্য হামলার পেছনে জড়িতদের শিগগিরই শাস্তি দেওয়া হবে।

Latest articles

Related articles