কাপড়ের দোকানে ঢুকে আত্মহত্যার চেষ্টা দশম শ্রেণীর ছাত্রীর

এনবিটিভি ডেস্ক, করিমগঞ্জ: একটি কাপড়ের দোকানের ট্রায়াল রুমে ঢুকে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করে গানদাই হিযিমের দশম শ্রেণীর ছাত্রী সাজিদা আক্তার বুধবার বাটওইয়া বাজারে এক কাপড়ের দোকানে কাপড়
কেনার জন্য প্রবেশ করেছিলো সাজিদা,কাপড় পছন্দ করে ট্রায়াল রুমের দরজা বন্ধ করে ঢুকে ছিলো ওই ছাত্রীটি । অনেকক্ষণ বের হচ্ছে না দেখে দোকানের মালিক যখন ডাকতে যায় তখন রক্তাক্ত অবস্থায় দেখতে পায় সাজিদাকে সঙ্গে সঙ্গে চিৎকার পড়ে যায় সমগ্র এলাকায় । আহত দশম শ্রেণীর ছাত্রী টিকে ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ খতিয়ে দেখছে যে কি কারণে ওই ছাত্রীটি আত্মহত্যার চেষ্টা করেছিল ।

Latest articles

Related articles