এনবিটিভি, ওয়েব ডেস্ক: “আগে বালতি ফেলে দেখাক, তারপর সরকার উল্টাতে আসবে” সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুরকে ওপেন চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বুধবার এসএসকেএম হাসপাতালে জখম দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাতের পর সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুরের সরকার পড়ে যাওয়া মন্তব্যের ইস্যুতে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বলুন আগে বালতি ফেলতে, তারপর সরকার উলটোতে আসবে। কাল থেকে তো ভয়ে থর থর করে কাঁপবে।”