এনবিটিভি ডেস্ক: রাজ্যে সাম্প্রতিক নিম্নচাপজনিত অতিবর্ষণে ও কংসাবতী ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে ভেসে আসা ব্যাপক কচুরিপানার চাপে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর-২ ব্লকের চকসুলতানপুর, আজুড়িয়া,ডোঙাঘাট, নিশ্চিন্তপুর প্রভৃতি স্থানে পলসপাই খালের উপর কাঠ ও বাঁশের সেতুগুলি কয়েকদিন আগে ভেঙে গিয়েছিল।
আজ(২৬/৮/২০২০) ভোরে ওই খালের উপর মহিষঘাটা কংক্রিট ব্রীজের অ্যাপ্রোচ অংশে মারাত্মকভাবে ধ্বস নামে।ওই পরিপেক্ষিতে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে অবিলম্বে মহিষঘাটায় ট্রাফিক নিয়ন্ত্রণ সহ ভেঙে যাওয়া ব্রীজগুলির কাছে মানুষের পারাপারের জন্য সরকারী নৌকার দাবিতে রাজ্যের সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী ও সেচ দপ্তরের উচ্চস্তরের আধিকারিক এবং জেলা শাসক,জেলা পরিষদের সভাধিপতি,মহকুমা শাসক,বি ডিও’র কাছে হোয়াটসঅ্যাপে স্মারকলিপি পেশ করা হয়।
কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণচন্দ্র নায়ক বলেন, অবিলম্বে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবীতেই এই স্মারকলিপি দেওয়া হয়েছে। আশা করছি মন্ত্রী মহোদয় সহ অন্যান্য আধিকারিকবৃন্দ দ্রুত এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।