লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জিতলেও স্বস্তিতে নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। বিজেপি এবারের ভোটে শহরাঞ্চলে ভালোই ভোট পেয়েছে বিজেপি। খোদ কলকাতা পৌরসভাতেও বিজেপির ভোটের সংখ্যা তাৎপর্যপূর্ণ।
উল্লেখ্য সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি আসনের মধ্যে ২৯টিতে জয় পায় তৃণমূল কংগ্রেস। বিজেপি জিতেছে মাত্র ১২টিতে। খুইয়েছে ৬টি আসন।
কলকাতা পৌরসভার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে বিজেপি জিতেছে ৪৭টি ওয়ার্ডে। ১২১টি পৌরসভার ফলাফল দেখা গেছে এর মধ্যে ৭৩টি পৌরসভায় তৃণমূলের চেয়ে এগিয়ে রয়েছে বিজেপি।
এই নির্বাচনের ফলে তৃণমূলের শঙ্কার জায়াগাটা হলো শহরাঞ্চলের মানুষ বিজেপির দিকে ঝুঁকেছে। আর গ্রামাঞ্চলের মানুষ ঝুঁকছে তৃণমূলের দিকে।